প্রবাসের খবর

উত্তর আমেরিকায় ফোবানা সম্মেলন শুরু ২ সেপ্টেম্বর

ঢাকা, ৩১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

চলতি বছরের ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম  `ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা` (ফোবানা) সম্মেলন। সম্মেলনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে। বিগত ৩০ বছর যাবৎ এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে আসছে। ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

মূলত বাংলাদেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক বিষয়সহ অন্যান্য বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ককে আর দৃঢ় করার লক্ষ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে থাকে। সম্মেলনের আয়োজকরা বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেন।

সম্মেলন উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুভ কামনা জানিয়েছেন। এছাড়া মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার, বিল নেলসন, মার্কো রুবিও, গভর্নর ট্যারি ম্যাক অলিফ, অ্যারিজোনা রাজ্যের পুলিশ প্রধান শুভেচ্ছা জানিয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button