জাতীয়

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মায়ের দুধের উপকারী দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু।

‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো : টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করতে যাচ্ছে ‘দি ওয়ার্ল্ড এলায়েন্স ফর ব্রেস্টপীডিং অ্যাকশন’। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ৩১ শতাংশ নবজাতকের মৃত্যু রোধ করা যায়, যদি মায়েরা জন্মের এক ঘণ্টার মধ্যে তাদের শিশুকে বুকের দুধ পান করান। প্রতিমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।  তিনি বলেন, ছয় মাসের নিচের শিশুদের একটানা মায়ের দুধপান করানোর হার-এ একটি প্রশংসনীয় সাফল্যজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ । জাহিদ মালিক বলেন, জীবনের প্রথম মাসে মায়ের বুকের দুধপান করলে একটি শিশুর বেঁচে থাকা ও স্বাভাবিক বৃদ্ধির উপর সরাসরি প্রভাব পড়ে যা এখন প্রমাণিত সত্য। বিশ্বের ১৭০টি দেশে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এক বাণীতে সপ্তাহের সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে এই উদ্যোগ একটি সুস্থ ও বুদ্ধিমান সমাজ গড়ে তুলতে সাহায্য করবে। রাষ্ট্রপতি বিশ্বাস করেন, শিশুদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মায়ের দুধপান করানোর কোনো বিকল্প নেই এবং এর অপরিহার্য পুষ্টি শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।  বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা পরিদফতর, কমিউনিটি ক্লিনিক, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এন্ড নিউট্্েরশন এন্ড বাংলাদেশ ব্রেস্টপীডিং ফাউন্ডেশন মায়ের দুধপান করানো সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সংবাদপত্র বিশেষ নিবন্ধ প্রকাশ ও টেলিভিশন এবং রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

Show More

আরো সংবাদ...

Back to top button