জাতীয়

জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোর মানববন্ধন চলছে

ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করছে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। সোমবার বেলা ১১টা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস ও পার্শ্ববর্তী স্থানে এ কর্মসূচি শুরু হয়েছে। মানববন্ধনের পাশাপাশি ৠালি ও সমাবেশেরও আয়োজন করা হয়েছে। রাজধানীতে এ কর্মসূচি চলছে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কল্যাণপুর, মিরপুর, উত্তরা, বনানীসহ বিভিন্ন এলাকায়। এসব এলাকার কর্মসূচিতে অংশ নিয়েছেন তৎসংলগ্ন এলাকার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।   বেলা ১১টার কিছু আগেই শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ৫টি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করেছেন। কলেজগুলো হলো- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ, বোরহানউদ্দিন কলেজ, তেজগাঁও কলেজ ও ঢাকা নার্সিং কলেজ। এ কর্মসূচিতে রয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ প্রমুখ। অংশ নিয়েছেন বিপুলসংখ্যক সাধারণ জনতাও।

Show More

আরো সংবাদ...

Back to top button