
জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোর মানববন্ধন চলছে
ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করছে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। সোমবার বেলা ১১টা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস ও পার্শ্ববর্তী স্থানে এ কর্মসূচি শুরু হয়েছে। মানববন্ধনের পাশাপাশি ৠালি ও সমাবেশেরও আয়োজন করা হয়েছে। রাজধানীতে এ কর্মসূচি চলছে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কল্যাণপুর, মিরপুর, উত্তরা, বনানীসহ বিভিন্ন এলাকায়। এসব এলাকার কর্মসূচিতে অংশ নিয়েছেন তৎসংলগ্ন এলাকার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। বেলা ১১টার কিছু আগেই শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ৫টি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করেছেন। কলেজগুলো হলো- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ, বোরহানউদ্দিন কলেজ, তেজগাঁও কলেজ ও ঢাকা নার্সিং কলেজ। এ কর্মসূচিতে রয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ প্রমুখ। অংশ নিয়েছেন বিপুলসংখ্যক সাধারণ জনতাও।