আন্তর্জাতিক

রাজনাথের পাকিস্তান সফরের বিরুদ্ধে হুমকি

ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের আসন্ন পাকিস্তান সফরকে ঘিরে দেশ দুটির মধ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। রোববার লাহোরে এক সমাবেশে এই সফরের নিন্দা জানিয়েছে জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন। সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)  সম্মেলনে অংশ নিতে আগামী সপ্তাহে ইসলামাবাদ যাওয়ার কথা রয়েছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

হিজবুল মুজাহিদিন দলের প্রধান সৈয়দ সালাহউদ্দীন ভারত অধিকৃত কাশ্মীরে সেনা মোতায়েনের জন্য রাজনাথ সিংকে দায়ী করে বলেন,নিরীহ কাশ্মীরী জনগণের রক্তে তার (রাজনাথ) হাত লাল হয়ে ওঠেছে। তাই তিনি রাজনাথের পাকিস্তান সফরের বিরোধিতা করেন। এছাড়া এই ভারতীয় নেতাকে স্বাগত জানানোর বিরুদ্ধেও পাক নেতাদের সতর্ক করে দিয়েছেন তিনি। তবে তার বক্তব্য নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি পাকিস্তান সরকার।

এদিকে রাজনাথের পাকিস্তান সফর সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। এক ঘোষনায় বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সার্ক বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ সফর করলেও সেখানে তিনি কোনো পাক নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন না।

আগামী বৃহস্পতিবার ইসলামাবাদে সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের এক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এমন এক সময়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে যখন কাশ্মীরের স্বাধীনতা অন্দোলনের তরুণ নেতা বুরহান উয়ানির হত্যাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠেছে ভূখণ্ডটি। ওই রাজ্যে যে কোনো ধরনের গোলযোগ বা সহিংসতার হজন্য বরাবর পাকিস্তানকে দায়ী করে থাকে ভারত। কেননা এই ভূখণ্ডটির অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে দেশ দুটির মধ্যে বাক বিতণ্ডা চলে আসছে। পাকিস্তান সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাক নেতাদের কাশ্মীরে কোনোরকম হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাবেন।

এর আগে গত ৮ জুলাই ভারতীয় সেনাদের গুলিতে বুরহান নিহত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তা নিয়েও আপত্তি রয়েছে মোদি সরকারের।

Show More

আরো সংবাদ...

Back to top button