
আন্তর্জাতিক
মধ্যরাতে কেঁপে উঠল কাবুল
ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি ঠিকাদারদের একটি আবাসস্থলে হামলা চালিয়েছে তালেবান। গতকাল রবিবার দিবাগত রাতে এই হামলা হয়। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রাত দেড়টার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে। বিস্ফোরণের পর কাবুলের অংশবিশেষে অল্পসময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিভিন্ন খবরে জানানো হয়, নর্থ গেট কম্পাউন্ডে লরি বোমা হামলা হয়েছে। হামলাকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত পুলিশের এক সদস্য ও এক হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ সদস্য। তালেবান বলছে, তাদের বেশ কিছু যোদ্ধা এই হামলা চালিয়েছে।