আন্তর্জাতিক

ট্রাম্পের স্ত্রীর নগ্ন ছবি প্রকাশ করলো নিউইয়র্ক পোস্ট

ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ম্যালানিয়া ট্রাম্পের কিছু নগ্ন ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্ট। ছবিগুলো ১৯৯০ সালে ম্যালানিয়ার মডেলিং করার সময়কার বলে জানানো হয়েছে।

রোববার সংবাদমাধ্যমটির প্রথম পেজে ছবিটি প্রকাশের করে তার নিচে লেখা হয়েছে, এমন সম্ভাবনাময়ী ফার্স্ট লেডি আপনি এখনো দেখেননি।

১৯৯৫ সালে ম্যানহাটনে ফান্স ভিত্তিক একটি ম্যাগাজিনের জন্য কিছু ছবি তোলা হয়। সেখানকার ‘কিছু দুর্লভ এবং কিছু একেবারেই অপ্রকাশিত ছবি’ পেয়েছে নিউইয়র্ক পোস্ট। ফ্রান্সের ফটোগ্রাফার আলে ডি বেসিভিল্লি তুলেছিলেন ওই ছবিগুলো। তবে ফ্রান্স ভিত্তিক ওই ম্যাগাজিনটি এখন আর প্রকাশিত হচ্ছে না।

ছবিগুলোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, সবচেয়ে সফল মডেলদের মধ্যে একজন ছিলেন ম্যালানিয়া এবং বিভিন্ন সংবাদপত্র এবং ম্যাগাজিনের কভারের জন্য বহু ফটোশুট করেছেন তিনি। এটি ছিল ইউরোপীয়ান একটি ম্যাগাজিনের জন্য তোলা এবং ছবিগুলো আমার সঙ্গে ম্যালানিয়ার পরিচয়ের পূর্বে তোলা হয়েছে। ইউরোপে এরকম ছবি খুবই সাধারণ এবং সেখানে ফ্যাশন জগতে এ ধরণের ছবি বহুল ব্যবহৃত।

নগ্ন ছবিগুলো নিয়ে মন্তব্য করতে গিয়ে ফটোগ্রাফার ডি বাসিভেল্লি বলেন, ম্যালানিয়া দুর্দান্ত এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এবং তিনি আমার সঙ্গে বিনীত ছিলেন।

১৯৯৮ সালে নিউইয়র্কের ফ্যাশন উইকের এক পার্টিতে ম্যালানিয়া এবং ট্রাম্পের মধ্যে পরিচয় হয়। ২০০৫ সালে ফ্লোরিডায় ট্রারিসোর্টে দুইজনের বিয়ে হয়।

 

Show More

আরো সংবাদ...

Back to top button