আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলার ঝুঁকিতে যুক্তরাজ্য

ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

যুক্তরাজ্যে যে কোনো সময়ে সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড।

এনডিটিভি জানায়, সম্প্রতি যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার শীর্ষ এক কর্মকর্তা ‘সানডে টাইমস’ কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “বর্তমানে যুক্তরাজ্যের পুলিশ ও নিরাপত্তা বাহিনী অন্তত চারটি সন্দেহজনক সন্ত্রাসী হামলা পরিকল্পনা নিয়ে তদন্ত করছে।”

যার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশের প্রধান বের্নার্ড হোগান-হউই বলেন,  ‘আমি ওই শঙ্কার বিষয়টি অনুভব করছি এবং বুঝতেও পারছি। এ ধরনের হামলা প্রতিহত করার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা হিসেবে আমি জানি আপনি আমার কাছে আপনার নিরাপত্তার নিশ্চয়তা চান।’

‘কিন্তু দুঃখের বিষয় হল, আমি আপনাকে পুরোপুরি নিশ্চিত করতে পারছি না। গত দুই বছর ধরে যুক্তরাজ্য সন্ত্রাসী হামলার গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। এখনো ওই ঝুঁকি বর্তমান। এর অর্থ, হামলার ঝুঁকি অনেক বেশি। বিষয়টি এখন যদি হামলা হয় নয়, বরং বলতে পারেন কখন হামলা হয়।’

গত সপ্তাহে যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালাক দেশটির শপিং সেন্টার ও স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার করার কথা বলেছেন।

তিনি বলেন, ‘ফ্রান্স ও জার্মানিতে হওয়ার সন্ত্রাসী হামলার ভিত্তিতে যুক্তরাজ্য সরকার শপিং সেন্টার ও স্টেডিয়ামের মত জনসমাগমপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে চায়।’

 

Show More

আরো সংবাদ...

Back to top button