
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড কাউন্টিতে জরুরি অবস্থা
ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
যুক্তরাষ্ট্রের এলিকট সিটি ও কলাম্বিয়ায় আকস্মিক বন্যার কারণে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের হাওয়ার্ড কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সময় শনিবার রাতে এ জরুরি অবস্থার ঘোষণা দেন হাওয়ার্ড কাউন্টির অ্যাক্সিকিউটিভ আলান কিটেলম্যান।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আকস্মিক বন্যার কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একজন ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
এছাড়া এ পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ইলিকট সিটি থেকে ১২০ জনকে, ফনিক্স এম্পোরিয়াম এলাকা থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়।
এছাড়া ৮০ জনকে ভেসে যাওয়া যানবাহন থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে।
স্থানীয় আবহাওয়া অফিস সেখানকার নাগরিকদের উঁচু স্থান বা নিরাপদ স্থানে থাকার জন্য পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় উদ্ধার কর্মীরা।