ধর্ম ও জীবন

হাশরের মাঠের বর্ণনায় বিশ্বনবি

ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

আল্লাহ তাআলা বিচার দিবসের অধিপতি। বিচার দিবস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘যেদিন তারা বের হয়ে পড়বে, আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? এক প্রবল পরাক্রান্ত আল্লাহর। আজ প্রত্যেকেই তার কৃতকর্মের প্রতিদান পাবে। আজ যুলুম নেই। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। (সুরা মুমিন : আয়াত ১৬-১৭) বিচার দিবসে আল্লাহ তা‘আলা মানুষকে যে ময়দানে সমবেত করবেন এবং দুনিয়ায় অর্জিত সকল কৃতকর্মের হিসাব নিকাশ গ্রহণ করবেন; হাশরের মাঠের বর্ণনার ছোট্ট একটি হাদিস তুলে ধরা হলো-

হজরত সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ক্বিয়ামাতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় জমিনের ওপর একত্রিত করা হবে। তার মাঝে কারো কোনো পরিচয়ের পতাকা থাকবে না। (বুখারি, মুসলিম, মিশকাত)

আল্লাহ তাআলা তাঁর বান্দার দুনিয়ার জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব-নিকাশের সেই বিভিষিকাময় কঠিন দিনে হাশরের ময়দানে সকলকে অন্ধ, মুক, বধির ও বস্ত্রহীন উলঙ্গ অবস্থায় সমবেত করবেন। হাশরের পরিচয়বিহীন সেই কঠিন দিনের প্রস্তুতি গ্রহণে মুসলিম উম্মাহকে কুরআন-হাদিস অনুযায়ী জীবন-যাপন করার তাওফিক দান করুন। আমিন।

Show More

আরো সংবাদ...

Back to top button