শিক্ষা

উচ্চশিক্ষা মানোন্নয়নে বিশ্ব ব্যাংকের সঙ্গে ইউজিসির সভা

ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অতিরিক্ত অর্থায়ন বিষয়ে মধ্যবর্তী মূল্যায়ন নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউজিসি অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।

এছাড়া সভায় উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কনসালটেন্টবৃন্দ এবং স্ব-স্ব প্রোগ্রাম অফিসার্স কমপোনেন্ট ভিত্তিক কাজের অগ্রগতি উপস্থাপন করেন।

প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্ত, এনডিসি, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প, ড. মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশনস অফিসার, বিশ্ব ব্যাংক এবং ইউজিসি, বিশ্ব ব্যাংক এবং উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button