শিক্ষা

৫৩ বছরে পা রাখলো গৌরীপুর সরকারি কলেজ

ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

আজ ১ আগস্ট সোমবার, গৌরবের ৫২ বছর পেরিয়ে ৫৩ বছরে পা রাখলো ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গৌরীপুর সরকারি কলেজ।

ময়মনসিংহের উত্তর জনপদের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে ১৯৬৪ সালের ১ আগস্ট গৌরীপুর পৌর শহরের কৃষ্ণপুর এলাকায় জমিদার সুরেন্দ্র প্রসাদ লাহিড়ীর বাড়িতে যাত্রা শুরু হয় ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের। ২২ একর জমির উপর গড়ে উঠে দৃষ্টিনন্দন কলেজ ভবনটি।

১৯৯১ সালের ২৫ এপ্রিল কলেজটি সরকারিকরণ হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৫২ বছর অতিক্রান্ত করে কলেজটি আজ একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুপ্রশস্ত মনোরম ক্যাম্পাস সমৃদ্ধ কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যাবসায় শিক্ষা বিভাগে অধ্যয়নের সুযোগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজটিতে ডিগ্রি পাসকোর্স ও অর্নাস শ্রেণিতে পাঠদান চালু রয়েছে।

২০১১-১২ শিক্ষাবর্ষে কলেজেটিতে অনার্স কোর্স চালু করেন প্রয়াত স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির। বর্তমানে কলেজেটিতে বাংলা, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনাসহ মোট ৬টি বিষয়ের অর্নাস কোর্স চালু আছে। কলেজে অধ্যয়নরত সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬৬৪৩ জন। কলেজের ৪৪ শিক্ষকের মধ্যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ ৩৫ জন কর্মরত আছেন।

কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের জন্য রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও সমাজসেবামূলক কাজের অনুপ্রেরণার জন্য রয়েছে রোভার স্কাউট ইউনিট। কলেজে দূরবর্তী ছাত্রদের পড়াশোনার জন্য ২টি ছাত্রাবাস আছে। শিক্ষার্থীদের খেলাধূলার জন্য রয়েছে বিশাল একটি খেলার মাঠ।

গৌরীপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. হাবিবুর রহমান বাংলামেইলকে বলেন, ‘গৌরীপুর সরকারি কলেজ এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে। এখান থেকে পড়াশোনা করে অনেক কৃতি শিক্ষার্থী দেশবরেণ্য হয়েছেন। শান্তিময় পরিবেশে এ কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাক, এমনটিই আশা করি।’

তবে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এ বছর কোনো কর্মসূচি বা অনুষ্ঠানের আয়োজন করেনি।

Show More

আরো সংবাদ...

Back to top button