
অর্থ ও বাণিজ্য
সিটি ব্যাংকের প্রথম নারী ডিএমডি মাহিয়া জুনেদ
ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
সিটি ব্যাংক সম্প্রতি মাহিয়া জুনেদকে উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দিয়েছে। তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশন্স হিসেবে কর্মরত ছিলেন।
মাহিয়া থাইল্যাল্ডের অ্যাজাম্পশন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন।
১৯৯৪ সালে সিটি ব্যাংক এন.এ. বাংলাদেশে অপারেশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে রেসিডেন্ট ভিপি ও হেড অব অপারেশন্স হিসেবে ব্যাংক ত্যাগ করেন।
এরপর ২০০৭ সালে সিটি ব্যাংকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রধান হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে ২০১১ সালে হেড অব অপারেশন্স এর দায়িত্বপ্রাপ্ত হন।
মাহিয়া জুনেদ সিটি ব্যাংকের ৩৪ বছর ইতিহাসের প্রথম নারী উপ ব্যবস্থাপনা পরিচালক।