বিনোদন

আফজালের অদ্ভুত নেশা!

ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

নাট্যব্যক্তিত্ব ও নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ একটা গল্প বললেন- একদিন আফজাল হোসেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না ফোনে, না ডাকাডাকিতে, না কোথাও, কোনোভাবেই। শেষমেষ আবিষ্কার করা গেলো, তিনি বাথরুমের কমোডে বসে ঘুমাচ্ছেন!

নাসির উদ্দীন ইউসুফ যখন বলছিলেন গল্পটি, আফজাল হোসেন পাশেই বসা। হাসছিলেন তিনি। গল্প বলা শেষ হলে মুখ খুললেন আফজাল, ‘বাথরুম মানুষের জন্য যে কাজের, আমার জন্য তা নয়।’ বাথরুমকে তিনি দেখেন ভাবনা-চিন্তা করার জায়গা হিসেবে।

‘স্ত্রী আমার ঘরে আলাদা লেখার টেবিল তৈরি করে দিয়েছে। ছবি আঁকার জন্য আলাদা স্টুডিও করে দিয়েছে। কিন্তু যে আনন্দ আমি বাথরুমে পাই। লেখার জন্য, আঁকার জন্য তেমনটি কোথাও পাইনি। আমার সকল সৃজনশীল কাজের অধিকাংশ ওই জায়গা থেকেই এসেছে।’ আফজাল হোসেনের এ কথা শুনে অবাক হলেও, হাসতে হাসতে গড়িয়ে পড়লেও; এটাই সত্যি।

বাথরুম নিয়ে তিনি আরেকটি কথা বললেন, ‘স্বামী-স্ত্রীর জন্য দু’টো আলাদা বাথরুম হওয়া জরুরী। একটা থাকবে একান্ত নিজস্ব। যাতে আপনি যতোক্ষণ খুশি একদম নির্ভাবনায় কাটাতে পারেন।’

আফজাল হোসেনের একটা চাওয়াও আছে বাথরুম-কেন্দ্রীক। চাওয়াটা জানানোর আগে তিনি বলে নিচ্ছেন ‘যদিও আমি জানি এটা কখনই পূর্ণ হবে না’। সেটা হচ্ছে- কাজকর্ম ফেলে যখন খুশি যতোক্ষণ খুশি বাথরুমে কাটানো!

গত ১৯ জুলাই ৬২ বছরে পা দিয়েছেন আফজাল হোসেন। এ উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) চ্যানেল আইয়ের ছাদঘরে ঢাকা থিয়েটার আয়োজন করেছিলো আড্ডার অনুষ্ঠান ‘ষাটের ওপারে আফজাল হোসেন’। সেখানেই নিজেকে নিয়ে মজার এই তথ্যগুলো সবার সঙ্গে শেয়ার করেন তিনি।

Show More

আরো সংবাদ...

Back to top button