
বিনোদন
কেন এতো চটে গেলেন ক্যাটরিনা!
ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে নতুন অভিযোগ পাওয়া গেছে। একপ্রকার বিনাকারণেই এক চিত্রসাংবাদিকের ওপরে প্রবল চটে গেলেন ক্যাটরিনা কাইফ। বলা হচ্ছে, কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার স্টুডিও থেকে বেরনোর পরে তাঁর ছবি তোলেন এক চিত্রসাংবাদিক। শুধু এইটুকু ঘটনায় চটে যান ক্যাটরিনা। তিনি নাকি সটান হেঁটে গিয়ে ওই চিত্রসাংবাদিকের কাছে গিয়ে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার হুমকি দেন। যদিও ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্রের দাবি, পুরো বিষয়টি অযথা বড় করে দেখানো হচ্ছে। মিথ্যা খবর প্রকাশিত হয়েছে। স্টুডিওর বাইরে অপেক্ষমাণ সংবাদমাধ্যম দেখে ক্যাটরিনা বিন্দুমাত্র বিরক্ত হননি। উল্টে তিনি এগিয়ে গিয়ে মিডিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর গাড়ির চালক সাংবাদিকদের সরে যেতে অনুরোধ করেন, কারণ গাড়ি বের করতে অসুবিধা হচ্ছিল।