খেলাধুলা

কোচ লেহম্যানের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করল অস্ট্রেলিয়া

ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

বিশ্বের সেরা ক্রিকেট দলের কোচ তিনি। তার অধীনে বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। যদিও সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম ম্যাচটি হেরেছে বেশ বড় ব্যবধানে। কিন্তু তাতে দলে ও ক্রিকেট বোর্ডে লেহম্যানের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। বরং আরও তিন বছরের জন্য তাকে রেখে দিল অস্ট্রেলিয়া। আগের চুক্তি অনুযায়ী আগামী বছর লেহম্যানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সেটি এখন আরো তিন বছর বৃদ্ধি পেল। নতুন চুক্তি অনুযায়ী ২০১৯ সালে ইল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য অ্যাশেজ সিরিজ শেষে দায়িত্ব ছাড়বেন তিনি। ২০১৩ সালের অ্যাশেজের আগে অসিদের কোচের দায়িত্ব নেন লেহম্যান। তার অধীনে নিজেদের মাটিতে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এর বাইরে ২০১৫ সালে বিশ্বকাপও ঘরে তুলেছিল দলটি। তার সময় কিছু হারের ঘটনাও আছে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে হেরেছিল লেহম্যানের শিষ্যরা। গত বছর ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজে হেরেছিল। সর্বশেষ হার শ্রীলঙ্কার কাছে। এতে তার অবদানকে ভুলে যায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ অসিদের বিশ্বের এক নম্বর স্থানে আনতে লেহম্যানের অবদান অবিস্মরণীয়। দায়িত্বের মেয়াদ বৃদ্ধিকে নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন লেহম্যান।

Show More

আরো সংবাদ...

Back to top button