
ঢাকা এসে কোথায় থাকবেন বিদেশি কোচরা!
ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
প্রচার মাধ্যমে সাক্ষাৎকার দেয়ার প্রশ্নই আসে না। টুইটারে টুইট করা কিংবা ফেসবুকেও কোনো স্ট্যাটাস দেননি কেউ। তবে বিসিবির শীর্ষ কর্তাদের সাথে আলাপে কিছু তথ্য বেরিয়ে এসেছে।
বোর্ডের নির্ভরশীল সূত্র নিশ্চিত করেছে প্রাণঘাতী সন্ত্রাসী ও জঙ্গি হামলার পর পরই ঢাকা না এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন হেড কোচ চন্দিকা হাতুরুসিংহে, রুয়ান কালাপেগে, মারিও ভিল্লাভারায়ন ও রিচার্ড হ্যালসলরা। পাশাপাশি নিজেদের নিরাপত্তা বাড়ানোর তাগিদটাও অনুভব করছিলেন তারা।
এখন যেহেতু তাদের ঢাকায় আসা নিশ্চিত হয়ে গেছে, তাই একটি প্রশ্ন প্রাসঙ্গিকভাবেই উঠে এসেছে, ‘আচ্ছা রাজধানীতে এসে কোথায় উঠবেন, কোথায় রাখা হবে বিদেশি কোচদের? নিরাপত্তার কথা ভেবে তাদের কি একসঙ্গে নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করা হবে?
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সোমবার জানিয়েছেন, ‘কোচিং স্টাফরা যেখানে থাকতে চাইবেন সেখানেই রাখা হবে। আমরা তাদের সামনে বিকল্প উপস্থাপন করবো। তারা ঢাকা এসে সে বিকল্পগুলোর মধ্য থেকে বাছাই করে নেবেন।’
বিসিবি সিইও আরও জানিয়েছেন, বিদেশি কোচিং স্টাফরা চাইলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম লাগোয়া বিসিবি একাডেমি ভবনের ডরমেটরিতেও থাকতে পারেন।
তিনি বলেন, ‘তারা (বিদেশি কোচিং স্টাফরা) যদি সেখানে থাকতে আগ্রহী হন, তাহলে আমরা একাডেমি ভবনেও তাদের আবাসনের ব্যবস্থা করে দেব। সে ক্ষেত্রে যেসব রুম তাদের জন্য বরাদ্দ হবে, সেগুলোকে আরও সাজানো হবে।’
এর বাইরে আরও দুটি বিকল্পও রাখা হবে। যার একটি হলো, এখন যে বাসায় আছেন, চাইলে সেখানেও থাকতে পারবেন। সে বাসায় সার্বক্ষণিক নিরাপত্তারক্ষী নিয়োগসহ সম্ভাব্য সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। আর পুরনো বাসায় থাকতে না চাইলে বিদেশি কোচিং স্টাফদের কাছ থেকেই শোনা হবে, তারা কোথায় থাকতে চান?’
মোদ্দা কথা, তাদের বাসায় সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারসহ সম্ভাব্য সর্বোচ্চ নিরাপত্তাই থাকবে। এখন হাথুরুসিংহে, হ্যালসল, কালপাগে আর ভিল্লাভারায়নরাই ঠিক করবেন উল্লেখিত তিন বিকল্পের কোনটা তাদের পছন্দ?