
খেলাধুলা
ব্র্যাভো-ফিঞ্চের সাথে পুনরায় চুক্তি করলো মেলবোর্ন রেনেগেডস
ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
আসন্ন বিগ ব্যাশ লীগকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডার ডুয়াইন ব্র্যাভো ও অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান এ্যারন ফিঞ্চের সঙ্গে পুনরায় চুক্তিবদ্ধ হলো মেলবোর্ন রেনেগেডস। রেনেগেডসের সাথে এই নিয়ে তৃতীয় বছরের মত এক বছরের চুক্তি স্বাক্ষর করেছেন ব্র্যাভো। জানুয়ারিতে টেলিভিশনে সাক্ষাতকার দেবার সময় রিপোর্টারের সাথে অশোভন আচরনের দায় গেইলের সাথে আর চুক্তি করেনি রেনেগেডস। অন্যদিকে বিশ্ব টি২০ র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ফিঞ্চ তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন। রেনেগেডস এখনো ক্রিস গেইলের বদলী খেলোয়াড়ের খোঁজে আছে। দু’জন বিদেশী খেলোয়াড়ের কোটায় একটি স্থান পূরণ করেছেন ব্র্যাভো। ব্র্যাভো ও ফিঞ্চকে দলে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রেনেগেডস প্রধান নির্বাহী স্টুয়ার্ট কভেন্ট্রি।