বিজ্ঞান ও প্রযুক্তি

নিজের উৎপাদনশীলতা বাড়াতে প্রতিদিনি এই অ্যাপগুলো ব্যবহার করুন

ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

অনলাইন অ্যাপসগুলো দিনকে দিন আরো শক্তিশালি হচ্ছে। তবে ঠিক কোন অ্যাপটি আপনার সময় অপচয় করবে আর কোন অ্যাপটি আপনার কাজে লাগবে তা নির্ণয় করাটা একটু কঠিনই বটে। এখানে এমন কিছু অ্যাপের তালিকা তুলে ধরা হলো যেগুলো আপনাকে আরো উৎপাদনশীল করবে এবং আপনার জীবন থেকে মানসিক চাপের হ্যাপা কিছুটা হলেও কমাবে। এই অ্যাপগুলো আপনাকে নতুন কোনো ধারণার ছক আঁকা, কোনো বিস্তারিত নোট রাখা অথবা নিজের টিমের সংস্পর্শে থাকতে সহায়তা করবে। সারাদিন আপনি যাই করেন না কেন এই অ্যাপগুলো আপনাকে আরো দ্রুত আপনার কাজগুলো সমাধা করতে সহায়তা করবে। এসবের বেশিরভাগই বিনামূল্যে পাওয়া যায়।

১. পকেট এই অ্যাপটির মাধ্যমে সেভ করা রাখা কোনো নিবন্ধ আপনি পরে অফলাইনেও পড়তে পারবেন।

২. গুগল কিপ অনেকটা গুগল এভারনোটের মতো এই অ্যাপটি ব্যবহার করে আপনি কোনো বিষয়ে নোট নেওয়া, কাজের তালিকা তৈরি করা, রিমাইন্ডার সেট করা এবং অডিও রেকর্ডিংও করতে পারবেন।

৩. উনডার লিস্ট উনডার লিস্ট সহজে ব্যবহারযোগ্য একটি টু-ডু-লিস্ট। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট তারিখ ও রিমাইন্ডার সেট করা এবং শেয়ার লিস্ট ও সেগুলো সম্পর্কে কথপোকথনও চালাতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার মুদি পণ্যের তালিকা করা, কোনো মুভির কথা মনে রাখা এবং ছুটি কাটানোর পরিকল্পনা করার মতো কাজও করতে পারবেন।

৪. ফ্যান্টাস্টিক্যাল টু অসাধারণ সহজ একটি ক্যালেন্ডার অ্যাপ। আপনি কারো সঙ্গে সাক্ষাতে একটি সরল বাক্য প্রবেশ করালে এই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তাকে একটি অ্যাপয়েন্টমেন্টে রূপান্তরিত করবে। যেমন আপনি লিখলেন, কারো সঙ্গে বিকেল ৩টায় কোনো জায়গায় দেখা করতে হবে। বাকীটা ফ্যান্টাস্টিক্যাল টু হ্যান্ডেল করবে।

৫. লেটার স্পেস এটিও একটি নোট নেওয়ার উদ্ভাবনী অ্যাপ। এটি হ্যাশ ট্যাগ ব্যবহার করে আপনার চিন্তাগুলোকে সুসংগঠিত করবে। এতে একটি সোয়াইপ বারও আছে যা আপনার স্ক্রিনের কার্সারটিকে কীবোর্ড থেকে হাত না উঠিয়েই নাড়া-চাড়া করার সুযোগ করে দেবে। ফলে আপনি আরো দ্রুত এবং সহজেই আপনার নোটগুলো এডিট করতে পারবেন।

৬. ওয়ার্ক ফ্লো এই শক্তিশালি অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনে বিভিন্ন কাজ সমাধা করিয়ে আপনার জীবনের অনেক মূল্যবান সময় বাঁচাবে।

৭. মাইক্রোসফট আউটলুক এই অ্যাপটি মোবাইল ইমেইল অ্যাপের সেরা অ্যাপগুলোর একটি। স্বয়ংক্রিয়ভাবে আপনার ইমেইল কার্যক্রম সমাধা করবে এই অ্যাপ।

৮. পেপার বাই ফিফটি থ্রি এই অ্যাপের মাধ্যমে ছবি আঁকা ও লেখালেখির সমন্বয় করা হয়েছে। কাগজে ছবি আঁকা বা লেখার অনুভুতি পাবেন এতে।

৯. পলিমেইল এটি একটি অভিজাত ইমেইল অ্যাপ। এতে অসাধারণ কিছু ফিচার পাবেন এবং এটি ব্যবহারে কোনো জটিলতাও নেই।

১০. এভারনোট আপনি যা কিছু মনে রাখতে চান তার সবকিছুর জন্য একটি অনলাইন নোট বুক এটি। এতে আপনি ছবি, ওয়েব পেজ, নোট, পিডিএফ ফাইল, অডিও ক্লিপ এবং কাজের তালিকা সংরক্ষণ করতে পারবেন।

১১. কুইপ এই অ্যাপটিকে বলা যায় মাইক্রোসফট অফিসের বিকল্প।

১২. ডে ওয়ান জার্নাল রাখার উৎকৃষ্ট একটি অ্যাপ। এর মাধ্যমে আপনি মাইক্রো জার্নালিং লেখালেখিও করতে পারবেন।

১৩. স্ল্যাক ইমেইল যোগাযোগের জটিলতা ছাড়াই নিজের টিমের সঙ্গে যোগাযোগ রাখার বিপ্লবী একটি অ্যাপ স্ল্যাক; অনেকটা চ্যাট রুমের মতো।

১৪. ক্লিয়ার সহজ-সরল, সুসজ্জিত কাজের তালিকা যা আপনাকে ট্র্যাকে থাকতে সহায়তা করবে। আপনার কী করা দরকার তার নির্দেশনা দেবে ক্লিয়ার।

১৫. গুড রিডার ভার্চুয়াল জগতে যে কোনো ফাইল পড়ার জন্য আপনার সবচেয়ে বিশ্বাসভাজন অ্যাপ এটি।

১৬. ড্রপবক্স ১৭. গুগল ড্রাইভ ও ১৮. ওয়ান ড্রাইভ অনলাইনে ফাইল সংরক্ষণের জন্য সেরা অ্যাপ এগুলো। সূত্র: বিজনেস ইনসাইডার

Show More

আরো সংবাদ...

Back to top button