
জেলার সংবাদ
বগুড়ায় হাসপাতালের ছাদ থেকে পড়ে রোগীর মৃত্যু
ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
বগুড়ায় হাসপাতালের পাঁচ তলার ছাদ থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) এ ঘটনাটি ঘটে। নিহত রোগীর নাম জেসমিন বেগম (৫০)। তিনি শহরের নামাজগড় এলাকার নুরুল হকের স্ত্রী। গত ১৯ জুলাই তাকে শজিমেক হাসপাতালের এক নম্বর কেবিনে ভর্তি করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম জানান, তিনি মানসিক রোগী ছিলেন। তাকে তার বাড়ির সোহানা নামের এক মেয়ে দেখাশোনা করতো। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহানা নার্সের সঙ্গে দেখা করতে গেলে সেই সুযোগে জেসমিন বেগম ছাদে উঠে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। চিকিৎসক ও পরিবারের লোকজন বলছেন, তিনি আত্মহত্যা করেছেন।