
শিবচরে নদীর পানি বৃদ্ধি অব্যাহত
ঢাকা, ১ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
মাদারীপুরের শিবচরে পদ্মা নদী ও আড়িয়ালখাঁ নদীর পানি বিপৎসীমার ৫০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সোমবারও নদীর পানি বৃদ্ধির ফলে উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চলসহ চারটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে। অপরদিকে পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে ভাঙ্গণে প্রায় তিনশতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়াও বন্যা ও নদী ভাঙ্গণ কবলিত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার ও আবাসস্থলের তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে গত শনিবার দুর্গতদের মাঝে সরকারী ত্রাণ কার্যক্রম শুরু হলেও প্রয়োজনের তুলনায় সামান্য বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকাবাসি জানায়, পানি বৃদ্ধির ফলে শিবচর উপজেলার পদ্মার চরে অবস্থিত চরজানাজাত, কাঠালবাড়ি, মাদবরেরচর ও বন্দরখোলা ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ কারণে এই চার ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে ঘরের মধ্যেই মাচা তৈরি করে বসবাস করছেন। অপরদিকে পদ্মা নদী ভাঙ্গন ভয়াবহ রূপ নিয়েছে। গত এক সপ্তাহে প্রায় দুই শতাধিক বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। চরাঞ্চল ছাড়াও আড়িয়াল খাঁ নদের তীরবর্ত্তী এলাকার প্রায় ৫ হাজার মানুষ চরম দূর্ভোগে পোহাচ্ছে। এ ছাড়াও আড়িয়াল খাঁ নদের ভাঙ্গনে সন্ন্যাসীরচর, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ ও শিরুয়াইল ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গৃহহীন হয়ে পড়েছে। বন্যা ও নদী ভাঙ্গন কবলিত এলাকার ফসলি মাঠ, টিউবওয়েল ও স্কুলে পানি ঢুকে পড়েছে। তা ছাড়াও দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানির ও আবাসস্থলের তীব্র সংকট। এর পাশাপাশি গো খাদ্যের সংকটও দেখা দিয়েছে। এ ব্যাপারে মাদারীপুর পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলি পার্থ প্রতীম সাহা বলেন, মাদারীপুরের শিবচর এলাকায় পদ্মা নদীতে অব্যাহত পানি বেড়ে চলছে। কাওড়াকান্দি পয়েন্টে বিপৎসীমার ৫০ সে.মি. ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।