জেলার সংবাদ

পদ্মায় নৌকাডুবি, ২ বাংলাদেশি ও ৫ ভারতীয় নাগরিকের মৃত্যু

ঢাকা,০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):রাজশাহীর চারঘাট উপজেলা সীমান্তে পদ্মা নদীতে গরুবোঝাই নৌকাডুবিতে দুই বাংলাদেশি ও পাঁচ ভারতীয় নাগরিকসহ ৭ জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার ভোরে নদীতে পচণ্ড স্রোত ও প্রবল ঢেউয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা গরু ব্যবসায়ী জানিয়ে চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ভোরে সীমান্তের ওপার থেকে নদীপথে নৌকায় গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন সাত ব্যবসায়ী। পথে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক তীরে থাকা বাসিন্দারা নদীতে উদ্ধার কাজ শুরু করেন।

পরে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে খবর দেয়া হয়েছে বলেও জানান ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

Show More

আরো সংবাদ...

Back to top button