জেলার সংবাদ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

ঢাকা, ২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধর করে ৮০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী শিক্ষার্থী নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আল আমীন।তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। এখনো হুমকি দেওয়া হচ্ছে বলে ওই শিক্ষার্থী অভিযোগ করেন।

মতিহার থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মে দুপুরে ছাত্রলীগের নেতা সাদ্দাম শের-ই-বাংলা ফজলুল হক হলের নিজ কক্ষে আল আমীনকে ডেকে পাঠান। এরপর তার বিরুদ্ধে ভর্তি জালিয়াতির অভিযোগ এনে তার কাছ থেকে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে।

চাঁদা না দিলে শিবিরকর্মী বলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় সাদ্দাম। এ সময় তাৎক্ষণিক বিকাশের দুইটি নম্বরের মাধ্যমে ৪০ হাজার টাকা আদায় করে সাদ্দাম। এরপর ৩০ মে আরো ৪০ হাজার টাকা আদায় করেন।

এরপর গতকাল সোমবার দুপুরে সাদ্দাম ০১৭১১-৯২৪৯৬২ এবং ০১৭৪৭৩২১০৫৬ নম্বর থেকে ফোন করে আবারো আল আমীনকে তার কক্ষে ডাকে। কক্ষে না গেলে সাদ্দাম ভুক্তভোগীর হাত-পা ভেঙে ফেলাসহ নানা ভয়ভীতি প্রদান করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আল আমীন বলেন, গত ২৮ মে দুপুরে আমার এক বন্ধু ও আমাকে সাদ্দাম ভাই তার কক্ষে নিয়ে যায়। এরপর রাত ১০টা পর্যন্ত আমাকে রডসহ বিভিন্ন জিনিস দিয়ে মারধর করে। এরপর দুই দফায় আমার কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করে। এখনো নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তাই থানায় অভিযোগ দিয়েছি।

তবে জানতে চাইলে ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সাদ্দাম ঘটনাটি অস্বীকার করেন।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Show More

আরো সংবাদ...

Back to top button