শিক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শাহেদা ইসলাম

ঢাকা, ২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শাহেদা ইসলাম। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

বিসিএস শিক্ষা ক্যাডারের রসায়ন বিভাগের এই অধ্যাপককে প্রেষণে বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার কথা বলা হয় আদেশে।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহেদা ইসলামকে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহানের পরিবর্তে নিয়োগ দিয়েছে সরকার।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যক্ষ শাহেদা ইসলামের নিয়োগের বিষয়টি আমি ওয়েবসাইটে দেখেছি। মঙ্গলবার (২ আগস্ট) শাহেদা ইসলামের দায়িত্বগ্রহণ করার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক শাহেদা নিজ বেতনের পাশাপাশি পদের সঙ্গে সংযুক্ত ভাতা ও অন্য সুযোগ সুবিধা পাবেন বলেও সরকারি ওই আদেশে বলা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button