জাতীয়

বিদেশি বিশেষজ্ঞদের নিরাপত্তায় আনসার মোতায়েন

ঢাকা,০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

খুলনার রূপসায় তিলক ও পাথরঘাটা এলাকার ওয়াসার পানি শোধনাগার নির্মাণ প্রকল্পে নিয়োজিত বিদেশি বিশেষজ্ঞদের নিরাপত্তায় পুলিশের বদলে আনসার নিয়োগ করা হবে। খুলনা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম আব্দুল্লাহ পিইঞ্জ জানান, তিলক থেকে ৫৭ কিলোমিটার দূরে গোপালগঞ্জের মধুমতি নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে খুলনা নগরবাসীর প্রয়োজনীয় পানি আনার জন্য মেগা প্রকল্প নেয়া হয়েছে।

জাইকার অর্থায়নে ২৭০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ চলছে। চায়না হারবার কোম্পানি এই প্রকল্পে কারিগারি সহয়তা দিচ্ছে। কোম্পানির ৪০ বিদেশি (চাইনীজ) এই প্রকল্পের কাজে নিয়োজিত রয়েছেন।

রূপসা উপজেলার কুদির বটতলার কাছে একটি ক্যাম্প করে বিদেশিরা অবস্থান করছেন। এই প্রকল্পের ম্যানেজার খান সেলিম আহমেদ জানান, সেখানে আপতত পুলিশ রয়েছে। খুব শিগগিরই সেখানে বিদেশিদের নিরাপত্তার জন্য আনসার নিয়োগ করা হবে।

আগামী বছরের ডিসেম্বর নাগদ বিদেশিরা প্রকল্প এলাকায় অবস্থান করবেন। সম্প্রতি খুলনা ওয়াসার চেয়ারম্যান সাবেক মন্ত্রী তালুকদার আব্দুল খালেক এমপি এই প্রকল্প স্থান পরিদর্শন করে বিদেশিদের নিরাপত্তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারপরই বিদেশিদের নিরাপত্তার জন্য দশজন পুলিশ নিয়োগ করা হয়।

কিন্তু গত মাসের আইন শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে পুলিশ সুপার  হাবিবুর রহমান বাহিনী স্বল্পতার কথা উল্লেখ করেন। তিনি সুপারিশ করেন বিদেশিদের নিরাপত্তার জন্য অস্ত্রসহ আনসার সদস্য নিয়োগ করা যেতে পারে।

খুলনা জেলার পুলিশ সুপার নিজামউদ্দিন মোল্লার সঙ্গে যোগাযোগ করলে তিনি এই বিষয়টি জানা নেই বলে দাবি করেন।

এ ব্যাপারে আনসারের সার্কেল অ্যাডজুটেন্ট মো. ওসমান গনি জানন, ওয়াসার চাহিদার পরিপ্রেক্ষিতে দশজন সশস্ত্র আনসার প্রকল্প এলাকায় নিয়োগ করা হবে। নীতিমালা অনুযায়ী এখানে একটি অস্থায়ী ক্যাম্পও থাকবে। তাদের বেতন ভাতা ওয়াসা কর্তৃপক্ষকে বহন করতে হবে ।

এদিকে, দাকোপ, ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তারা জানান, এসব উপজেলায় বিশ্ব ব্যাংকের প্রকল্পে এবং এনজিওগুলোতে কতজন বিদেশি কর্মরত আছে তার তথ্য উপজেলা প্রশাসনের কাছে নেই। বিদেশিরা কোনো গ্রামে অবস্থান করছেন, কখন কাজ করছেন তার তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দফতরে নেই।

Show More

আরো সংবাদ...

Back to top button