জেলার সংবাদ

সিলেট সীমান্তে চোরাই গরুসহ যুবক আটক

ঢাকা, ২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে চোরাই গরুসহ সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার ভোরে সীমান্তের ১২৬২ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের ৪০০ গজ ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাইফুল উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের আব্দুল করিমের ছেলে। বিজিবি-৫ ব্যাটালিয়নের বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার সুবেদার ফুরকানুল হক বলেন, আটক যুবকের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তাকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button