
ঝালকাঠিতে জঙ্গিবাদের বিরুদ্ধে লিফলেট বিতরণ
ঢাকা, ২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ শুরু করেছে জেলা তথ্য অফিস। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। পরে একই স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ঝালকাঠি জেলা তথ্য অফিস, মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। যৌথভাবে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ বায়েজিদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মো. নাসির উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব আলাউদ্দিন প্রমুখ। বক্তারা জঙ্গিবাদ নির্মূল করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জঙ্গিদের তৎপরতা চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়ারও অনুরোধ করেন তাঁরা।