জেলার সংবাদ

মেহেরপুরে কবর থেকে বৃদ্ধার লাশ চুরি

ঢাকা, ২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

গাংনী উপজেলার রামনগর গ্রামে করব থেকে বৃদ্ধা নিছারন খাতুনের (৬০) লাশ চুরি হয়ে গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া লাশের সন্ধান ও চোর ধরতে পুলিশ কাজ করছে বলে জানান গাংনী থানার ওসি আনোয়ার হোসেন। মঙ্গলবার সকালে কবরের পাশে কাফনের কাপড় পড়ে থাকতে দেখে নিছারনের পরিবার ও গ্রামবাসী বিষয়টি নিশ্চিত হয়। কবর দেওয়ার কাজে ব্যবহৃত বাঁশ, খুঁটি ও উপকরণ পড়ে রয়েছে। এসব ফেলে শুধুমাত্র লাশ নিয়ে গেছে চোররা। তবে কী কারণে কে বা কারা লাশ চুরি করেছে তা বুঝতে পারছে না পরিবার ও গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর গ্রামের দোয়াত আলীর স্ত্রী নিছারন খাতুন সোমবার দুপুরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করলে সন্ধ্যায় জানাজা শেষে গ্রাম্য গোরস্থানে দাফন করা হয়। অন্যান্য কবরের মতোই প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়। কবরের চারপাশে বাঁশের বেড়া দিয়েও ঘেরা হয়। রাতের কোনো একসময় কবরের মাটি সরিয়ে লাশ চুরি করে অজ্ঞাত চোর। রামনগর গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিল উদ্দীন জানান, বিষয়টি নিয়ে গ্রামের সবাই হতবাক। এর আগে এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। লাশ নিয়ে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যেও কোনো বিরোধ ছিল না। তাই চুরির বিষয়ে গ্রামের মানুষ কোনো কিছুই ধারণা করতে পারছেন না।

Show More

আরো সংবাদ...

Back to top button