আন্তর্জাতিক

নিজ দেশের সাহায্যকর্মীদের বুলেটপ্রুফ গাড়ি দেবে জাপান

ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪): নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশে কর্মরত নিজেদের সাহায্যকর্মীদের বুলেটপ্রুফ গাড়ি ও অন্যান্য সরঞ্জাম দেবে জাপান সরকার। এছাড়া এসব জাপানি কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা শক্তিশালী করতে বিদেশী সরকারগুলোর কাছে আহ্বান জানানোর পরিকল্পনা নিয়েছে তারা।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করে নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানাবে।

বাংলাদেশে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় জাপানের সাত নাগরিক নিহত হন। তারা জাইকার একটি প্রকল্পে যুক্ত ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে জাপান সরকার ওই পদক্ষেপ নিচ্ছে। ওদিকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র প্রেসিডেন্ট শিনিচি কিতোওকার তার পূর্ব নির্ধারিত ঢাকা সফর স্থগিত করেছেন। আগামী ৬ই আগস্ট তার ঢাকা আসার কথা ছিল। জানানো হয়েছে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে জাইকা প্রেসিডেন্ট ঢাকা আসবেন। ঢাকায় জাপান দূতাবাসের যেসব কূটনীতিক ও স্টাফ রয়েছেন তাদের গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়েছে ২ দিন।

জাপান টুডে এ খবর দিয়ে লিখেছে, ঢাকায় সন্ত্রাসী হামলায় ৭ জাপানি নিহত হওয়ায় বিদেশে কর্মরত জাপানের সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বুলেটপ্রুফ গাড়ি ও প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম দেয়ার পরিকল্পনা করছে।

এ বিষয়ে জাপানের সিনিয়র উপ পররাষ্ট্রমন্ত্রী সেইজি কিহারা বলেছেন, সন্ত্রাসী হামলার টার্গেটে পরিণত হতে পারেন জাপানিরা। তাই আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে যে, কোন কিছুর বিনিময় ছাড়া নিরাপত্তা আসবে না। পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার কাছে তিনি এ সংক্রান্ত একটি অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছেন প্যানেল মিটিংয়ে। সেখানে সেইজি কিহারা ওই মন্তব্য করেন। তিনি বলেছেন, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে সহায়তা অব্যাহত রাখা উচিত জাপানের। তাই নিরাপত্তা ইস্যুতে সুদৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে তিনি প্রত্যাশা করেন। ওই বৈঠকে উপস্থিত অন্যরা পরামর্শ দেন গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি ও জরুরি ভিত্তিতে যোগাযোগের বিষয়ে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও বলেছেন, এ সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে এ মাসের শেষের দিকে। উল্লেখ্য, গত ১লা জুলাই হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় যে ২০ জনকে হত্যা করা হয় তার মধ্যে ৭ জনই জাপানের নাগরিক। তারা জাইকার একটি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তারা জাপানের অর্থ সহায়তায় উন্নয়নমুলক কাজ করছিলেন।

এ ছাড়া গত মাসে দক্ষিণ সুদানে যুদ্ধকবলিত অঞ্চলে একটি বুলেটপ্রুফ গাড়িতে করে যাওয়ার সময় জাপানের সাহায্যকর্মীদের ওপর গুলি করা হয়। নিরাপত্তা সঙ্কটের কারণে দেশটির রাজধানী থেকে দ্রুত বিমানযোগে সরিয়ে নেয়া হয় জাপানি কূটনীতিকদের।

Show More

আরো সংবাদ...

Back to top button