
অপেক্ষা করুন, সুসংবাদ আসছে!
ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
‘আইসক্রিম’ সিনেমার আদুরে তুশিকে নিশ্চয়ই এখনো ভোলেন নি দর্শক। খুব বেশিদিন নয় চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। লাক্স সুন্দরীদের ভীড় থেকে উঠে আসা তুশিরও বড়পর্দায় অভিষেক ঘটে গেলো চলচ্চিত্রটির মধ্য দিয়ে। এক ঝাঁক নতুন নায়ক-নায়িকা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করে নির্মাতা রেদওয়ান রনি বুঝিয়ে দিলেন তারকাই শেষ কথা নয়। চলচ্চিত্র তার আপন শক্তিতে দর্শকমনে জায়গা করে নেয়ার ক্ষমতা রাখে।
তুশিও তাই চলচ্চিত্রের পথেই হাটছেন। মঙ্গলবার সকালে কথা হলো তার সাথে। বললেন, ‘অপেক্ষা করুন। খুব শিগগিরই সুসংবাদ আসছে!’ নতুন সিনেমায় নাম লেখাচ্ছেন তুশি। ‘আইসক্রিম সিনেমার পর প্রচুর অফার এসেছে। এফডিসি কেন্দ্রিক বাণিজ্যিক ছবির অফারই বেশি আসছে। এবার নাচ গান নির্ভর সিনেমাতেই দেখা যাবে আমাকে।’
যোগ করলেন, ‘তবে ভালো কিছু না হলে যুক্ত হবো না নতুন সিনেমায়। কলকাতায় একটা ফিল্মের ব্যাপারে আলাপ চলছে। এছাড়াও দেশে দু’তিনটা সিনেমার ব্যাপারে খুব ভাবছি। প্রথম সিনেমাটা যেহেতু একজন বড় নির্মাতার হাত ধরে দ্বিতীয় ছবিটাও তেমন হবে। আপাতত দ্বিতীয় ছবির জন্যই প্রস্তুতি চলছে।’
কথা শুনে মনে হলো, দ্বিতীয় ছবি হাতে পেয়ে গেছেন তুশি। ঘরে বসে প্রস্তুতি নিচ্ছেন। নিজেকে বদলে ফেলার মিশনে নেমেছেন। সিনেমা দেখছেন, বই পড়ছেন, ফিটনেস, লুকচ্যাঞ্জ এসব নিয়ে লড়ছেন খুব।
‘আইসক্রিম’ সিনেমার সুখস্মৃতি এখনো ভুলতে পারেন নি তুশি। বললেন, ‘এখন পর্যন্ত কোন নেগেটিভ কমেন্টস পাইসি আমি ছবিটি নিয়ে। প্রথম সিনেমার এমন রেসপন্স অনেক বড় পাওয়া আমার জন্য। চাই এটার ধারাবাহিকতা বজায় রাখতে।’
প্রথম সিনেমায় তো নতুন হিরোদের সঙ্গে। এরপর? তুশি বললেন,‘শাকিব খান আরেফিন শুভ ছাড়াতো বলার মতো কেউ নেই তেমন। তবে আমি হিরো নিয়ে ভাবছিনা। ভালো গল্প আর ভালো ডিরেক্টর নিয়েই ভাবছি।’
পছন্দের ডিরেক্টরদের নাম জানতে চাইলাম। যাদের সঙ্গে কাজ করতে চান তিনি। কিন্তু কৌশলে এড়িয়ে গেলেন। বোঝা গেলো নায়িকা হওয়ার ভাষা রপ্ত করছেন ধীরে ধীরে। ‘পৃথিবীর সব ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চাই’।
এই না হলে তুশি? সিনেমা ছাড়া আর কিছুই করবেন না বলে মনস্থির করে বসে আছেন। তবু টুকটাক মডেলিং আর সম্প্রতি অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে একটা মিউজিক ভিডিও করে ফেলেছেন।
আরফিন রুমির কম্পোজিশনে জাহিদ খানের গানে মডেল হয়েছেন তুশি। ‘কিন্তু আর না, মিউজিক ভিডিওতে কাজ করতে চাই না। জাহিদ ভাই খুব কাছের তাই করেছি। তবে বিজ্ঞাপন, মডেলিংয়ে আপত্তি নেই।’