
বিনোদন
নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন অমিতাভ বচ্চন
ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
আক্ষরিক অর্থে এ কথা সত্যি না হলেও অমিতাভ বচ্চন নিজে অন্তত তাই মনে করেন। মনে করেন, কুলির সেট থেকে তিনি সেই যে বেঁচে ফিরেছিলেন, তাঁর পুনর্জন্ম হয়েছিল। সেই কারণে ভক্তদের ধন্যবাদ দিয়েছেন তিনি। ১৯৮২ সালের ২৬ জুলাই কুলির সেটে মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল অমিতাভ বচ্চনের। পুনিত ঈশ্বরের সঙ্গে একটি ফাইট সিন শুট করতে গিয়ে জখম হন তিনি। বাঁচার আশা ছিল কম। তখন দেশজুড়ে বচ্চন ভক্তেরা তাঁর জন্য প্রার্থনা করেছিলেন। শেষে অগাস্টে সেরে ওঠেন তিনি। টুইটারে এ কথা উল্লেখ করেছেন। এর জন্য ভক্তদের ধন্যবাদও দিয়েছেন বিগ বি। টুইটার জুড়ে এখন বচ্চন ফ্যানেদের শুভেচ্ছাবার্তার ছড়াছড়ি। অভিষেক বচ্চনও ইনস্টাগ্রামে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।