
আসছে মুন্না ভাই থ্রি
ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
বলিউডে এ যাবত কালের সাড়া জাগানো সিরিজগুলোর মধ্যে অন্যতম রাজকুমার হিরানী পরিচালিত ও সুপারস্টার সঞ্জয় দত্ত অভিনীত ‘মুন্না ভাই’। সিরিজের এখন পর্যন্ত দুটি কিস্তি মুক্তি পেয়েছে। দুটি ছবিই হয়েছে ব্যবসাসফল ও সুপারহিট।
সাফল্যের ধারাবাহিকতা নিয়ে এর তৃতীয় কিস্তিও নির্মাণ করতে চেয়েছিলেন হিরানি। কিন্তু নায়ক কারাগারে থাকায় সে আর হয়নি। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে জেল থেকে ছাড়া পান সঞ্জু বাবা। তারপর থেকেই তাকে নিয়ে নির্মাণের ভাবনায় মনোযোগী হয়ে উঠেছেন ছবির নির্মাতারা।
সম্প্রতি নিজের ৫৭তম জন্মদিনের অনুষ্ঠানে সঞ্জয় নিজেই ঘোষণা দিলেন, এবারে নির্মাণ হবে ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় কিস্তি ‘মুন্নাভাই এমবিবিএস থ্রি’। আর এটি মুক্তি দেয়া হবে ২০১৮ সালে! এতো দেরিতে কেন মুক্তি দেয়া হবে গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে সঞ্জয় বলেন, আগামী বছর অভিনয়ের ব্যস্ত শিডিউল রয়েছে তার। আসছে নভেম্বরে কাজ শুরু করবেন ‘দে ধাক্কা’ নামক একটা ছবিতে। এছাড়াও চুক্তিবদ্ধ হয়েছেন বিধু বিনোদের ছবি ‘মার্কো’তে।
এছাড়াও মুন্নাভাই এমবিবিএসের পরিচালক রাজ কুমারি আপাতত ব্যস্ত আছেন সঞ্জয়কে নিয়ে বানানো বায়োপিক ছবি নিয়ে। তাই মুন্নাভাই ভক্তদের অপেক্ষা করতে হবে ২০১৮ সাল পর্যন্ত।
প্রসঙ্গত, আগের থেকে অনেকটা নিয়ন্ত্রিত জীবন যাপন করছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। জানিয়েছেন, এখন আর আগের মতো মদ্যপান করেন না। ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিম করছেন।