খেলাধুলা

রজার্স কাপ জিতলেন জোকোভিচ

ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

রজার্স কাপের ফাইনালে জাপানের কেই নিশিকুরিকে হারিয়ে শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। এর মধ্যে দিয়ে উইম্বলডন ব্যর্থতার পর আবার শিরোপা জয়ের ধারায় ফিরছেন।

রোববার ফাইনাল ম্যাচে সরাসরি সেটে জিতেছেন জোকোভিচ। তিনি প্রথম সেটটি জিতেছেন ৬-৩ গেমে। দ্বিতীয়টি ৭-৫ গেমে জিতেছেন।

এই ম্যাচের জয়ের মাধ্যমে চলতি বছরে সাতটি শিরোপা জিতলেন ২৯ বছর বয়সী সার্বিয়ান তারকা। অন্য দিকে জাপানিজ টেনিস তারকাকে টানা নবম বারের মতো হারালেন তিনি।

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে স্যাম কুয়েরির কাছে হেরেছিলেন জোকোভিচ। সেই দুঃখ ভুলে এবার চ্যাম্পিয়ন হলেন তিনি। আগামী ৫ আগস্ট শুরু হতে যাওয়া রিও অলিম্পিকে অংশগ্রহণ করবেন এই তারকা। সেখানেও মেডেল জিততে চান।

রিওতে খেলা নিয়ে জোকোভিচ বলেন, ‘এটা আমার বলা প্রয়োজন নেই যে সব ক্রীড়াবিদের স্বপ্ন থাকে অলিম্পিক গেমসে খেলার। আমি সেখানে একক ও ডাবল ইভেন্টে অংশগ্রহণ করব। আশা করি নূন্যতম একটি মেডেল পাব।’

Show More

আরো সংবাদ...

Back to top button