
কখনো এক মাইল দৌড়াননি বোল্ট
ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
বিদ্যুত গতিতে পার হয়ে যান ১০০ মিটার। যে কারণে বোল্টের মিডিয়া নাম লাইটিনিং বোল্ট। ২০০ মিটারেও তাই। ৪০০ মিটার রিলের শেষ অংশেও ঝড় তোলার নাম উসাইন বোল্ট। বর্তমান গ্রহের সবচেয়ে দ্রুততম মানব এই জ্যামাইকান স্প্রিন্টার। কিন্তু জানেন কি, এই বোল্ট কখনো এক মাইল দৌড়াননি।
এমন কথাই বলেছেন বোল্টের এজেন্ট রিকি সিমস। রিওতে এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘বোল্ট দ্রুতগতির মানব এই মুহূর্তে। তিন ইভেন্টে সে অপ্রতিদ্বন্দ্বী। তবে মজার ব্যাপার হলো, উসাইন কখনো এক মাইল দৌড়াননি।’
তবে এটাও বাস্তবতা। স্প্রিন্ট আর ম্যারাথন এক জিনিস না। ১০০ ও ২০০ মিটারে যে গতি আসবে, ম্যারাথনে সেটা থাকবে না। সে কারণেই হয়তো বোল্ট চেষ্টাও করেননি।
বেইজিং ও লন্ডন অলিম্পিক মাতিয়ে উসাইন বোল্ট এখন ব্রাজিলের রিওতে। যেখানে ইতিহাস গড়তে মরিয়া তিনি। বেইজিং অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে জিতেছিলেন স্বর্ণ। লন্ডন অলিম্পিকেও তাই। এবার তিন ইভেন্টে রিওতে জিততে পারলে হ্যাটট্রিক স্বর্ণ জেতার নতুন রেকর্ড গড়বেন বোল্ট।