লাইফস্টাইল

বন্ধুত্ব করুন ভেবেচিন্তে

ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

সুষ্ঠু-সুন্দর এবং আনন্দময় জীবনযাপন করার জন্য বন্ধুত্বের কোন বিকল্প নেই। এটি একটি অসাধারণ সম্পর্ক যার কারণে একজন অপরজনের জন্য প্রাণ দিয়ে দিতে পারে। অন্যদিকে ক্ষুদ্র কোন স্বার্থের কারণে বন্ধু্ই হয়ে উঠতে পারে বড় শত্রু! তাই বলে তো আর বন্ধুত্ব ত্যাগ করা যাবে না। কারণ একা একা আপনি মোটেই বাঁচতে পারবেন না। কিন্তু বন্ধুত্ব পাতানোর আগে কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন। কিছু কিছু বিষয় যাচাই করতে পারেন। কিন্তু কীভাবে?

মিশুন:

কারও সঙ্গে না মিশে সে কেমন সেটা বলা সঠিক না৷ অনেকসময় অনেক ভালো ছেলেমেয়ের নামেও গুজব থাকে, সেসবে পাত্তা না দিয়ে মিশে দেখুন সে কেমন৷ আপনার যদি তাকে পছন্দ হয় তাহলেই না হয় বন্ধুত্বের হাত বাড়ান৷

অভ্যাস কিংবা বদঅভ্যাস:

বন্ধুটির কি কি অভ্যাস সেটা দেখুন ভালো ভাবে৷ তার যদি বদভ্যাসের পাল্লা ভারী হয় তাহলে আর না মেশাই ভালো৷ তবে ছোট খাটো বদভ্যাস সব মানুষেরই থাক৷ সেগুলোকে ইগ্নোর করুন কিংবা তাকে বারন করুন৷ তার কাছে আপনি মুল্যবান হলে সে আপনার কথা শোনার চেষ্টা করবে৷

বিশ্বাসযোগ্যতা যাচাই  করুন:

সে আদৌ বিশ্বাসযোগ্য কি না সেটা বাজিয়ে দেখুন৷ নিজের কোন গুরুত্বহীন গোপনীয় কথা তাকে বলুন, অবশ্যই খুব অন্তরঙ্গ কথা বলবেন না৷ ছোট খাটো কিছু বলুন৷ যদি দেখেন যে সে ওই কথা জনে জনে বলে বেড়ায়নি, তাহলে বুঝবেন সে সঠিক মানুষ৷

দুজনের ভারসাম্য:

দুজনের মধ্যে সবদিক থেকে ব্যালেন্স রয়েছে কিনা দেখুন৷ কোনও জিনিস আদান-প্রদানে কিংবা পারিবারিক দিক থেকে মিল থাকা খুব জরুরী৷ নয়ত কোথাও গিয়ে বন্ধুত্ব আটকে যায়৷ কুণ্ঠা জন্মায়৷ তাই দুজনের মধ্যে সামঞ্জস্য আছে কিনা দেখে নেওয়াটা খুব জরুরী৷ মানিয়ে চলতে পারছেন? দুজনেই যদি মানিয়ে চলতে পারেন বা মানাতে রাজি থাকেন তাহলে এটাই পারফেক্ট ফ্রেন্ডশিপ৷

পারস্পরিক সম্মান:

আপনার বন্ধুই শুধু আপনাকে সম্মান দেবে আপনি দেবেন না এমনটা হতে পারেনা৷ দুজনে দুজনকে সম্মান করতে পারছেন কিনা দেখে নিন৷ যদি পারেন খুব ভালো কথা৷ যে কোনও সম্পর্কে সম্মান খুব বড় জিনিস৷

বন্ধু খুঁজতে অনলাইন নয়:

বন্ধু খুঁজতে অনলাইনকে বর্জন করুন। অনলাইনে বেস্ট ফ্রেন্ড খুঁজে বেড়ানো খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো৷ আদৌ সঠিক মানুষের সঙ্গে আপনি ভার্চুয়ালি কথা বলছেন কিনা সেইটাই তো আপনি জানেন না৷ তাই ফেসবুকের বন্ধুর থেকে বাস্তবের বন্ধুদের সঙ্গে মিশুন৷ তাছাড়া এই অনলাইন বন্ধুত্ব থেকেই সাইবার ক্রাইম হচ্ছে দিনরাত৷ বিষয়টাকে সিরিয়াসলি নিন৷

একসঙ্গে সময় কাটান:

বন্ধুত্ব করবে অথচ সময় কাটাবেন না- এমনটা তো হতে পারে না। ছুটির দিনে বেড়িয়ে পড়ুন কোথাও। কিংবা বাড়িতে পরিবার ও বন্ধুকে নিয়ে সময় কাটান৷ এই সুযোগে দেখে নিতে পারবেন সে আপনার পরিবারের সঙ্গে মিশতে পারছে কিনা৷ তাছাড়া মা কিংবা বাবাকেও জিজ্ঞেস করতে পারেন বন্ধুটি কেমন৷ তারা আপনার চেয়ে অনেক ভালো মানুষ চেনেন৷

Show More

আরো সংবাদ...

Back to top button