লাইফস্টাইল

অফিসের প্রথম দিন? নির্বোধ বিবেচিত হবেন যেসব কথায়

ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

প্রথম দর্শনে আপনার আচার-আচরণ অতি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে চাকরির প্র্রথম দিন সহকর্মী ও বসের মনে ঠাঁই করে নিতে আপনার কথা-বার্তা ও অঙ্গভঙ্গি জরুরি বিষয়। নতুন চাকরির প্রথম দিনের মানসিক পেরেশানি আপনাকে সহজে দুর্বল করে দিতে পারে। এ কারণে অনেক স্মার্ট মানুষই নির্বোধের মতো কাজ করে ফেলেন। বিশেষজ্ঞরা তুলে ধরেছেন এমনই কিছু বিষয়ের কথা। এখানে ১৭টি কথা, প্রশ্ন বা বাক্যাংশের কথা যা চাকরির প্রথম দিনটিতে অফিসে আপনাকে নির্বোধ বলে তুলে ধরবে।

১. হতাশাসূচক বাজে বকার কাজটি সবাই করেন থাকেন। কিন্তু অফিসে প্রথম দিনেই এসব আপত্তিকর শব্দ ব্যবহার করবেন না। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার পর এদের ব্যবহার ঘটনো সম্ভব।

২. ‘লিটারারি…’ শব্দের প্রয়োগে কোনো কথা বলবেন না। এতে সবাই বুঝে যাবেন ইংরেজিতে আপনার জ্ঞান বড়ই নড়বড়ে।

৩. অপ্রয়োজনীয় বড় বাক্যে কথা বলবেন না। হিতে বিপরীত হতে পারে। কঠিন শব্দের প্রয়োগে বাক্য প্রয়োগে অনেকেই মনে করবেন, আপনি অযথাই স্মার্ট হওয়ার চেষ্টা করছেন। তা ছাড়া অভ্যাস ছাড়া এসব কথা বলতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।

৪. ‘উমম..’ বা ‘আ-আ’ জাতীয় শব্দ এগিয়ে যান। এতে স্পষ্ট হবে আপনি কি বলতে চাইছেন তা নিজেই বুঝতে পারছেন না। আর বোকারাই তা করে।

৫. বোকার মতো কোনো বিশেষায়িত কথ্য শব্দের ব্যবহার ঘটাবেন না। খুব কঠিন করে কথা বলবেন না। অপভাষার ব্যবহার এড়িয়ে যান।

৬. ‘আপনি আমাকে বলেছিলেন, কিন্তু আমি তো…’- এটা বলার আগেই থেমে যান। প্রথম দিন অফিস গোছাতে কি করবেন তা নির্দেশনা অনুযায়ী করুন। কেউ পরামর্শ দিয়েছে এবং ভুলে গেছেন তার জানান দেওয়ার দরকার নেই।

৭. প্রথম দিন কাউকে নাম ধরে ডাকবেন না। কারণ এখনো সহকর্মীদের সঙ্গে সুন্দার সম্পর্ক গড়ে ওঠেনি। কিছু সময় ব্যয় করুন।

৮. অশোভন কৌতুক করতে পারেন বন্ধুদের সঙ্গে। প্রথম দিন অফিসের সহকর্মীদের সঙ্গে নয়। এতে আপনাকে সাধারণ জ্ঞানহীন মানুষ বলেই মনে করবেন তারা।

৯. ‘আমি এখানে কি করবো?’ এ প্রশ্নের মাধ্যমে নিজেকে বোকার খাতায় ফেলে দিলেন। এখানে কি কাজ করতে এসেছেন তাই কি এখনো জানেন না আপনি?

১০. ‘আমার বস কে হবেন?’ কিছু ক্ষেত্রে এ প্রশ্নটি সঠিক হতে পারে। কিন্তু সাধারণ অর্থে তা আপনি ইন্টারভিউয়ের সময়ই তা জেনে যাবেন।

১১. এ অফিসের সিইও কে? এ প্রশ্ন প্রমাণ করে আপনি এক বোকা।

১২. আসলে এ প্রতিষ্ঠান কি কাজ করে? অন্তত এটা জেনে আপনি এখানে প্রার্থী হিসাবে আবেদন করেছিলেন। অথচ তার কিছুই জানেন না।

১৩. হঠাৎ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন ‘একদিন এই বিভাগটি আমিই চালাবো’। নির্বোধের মতো বলে ফেললে উল্টো বিপদে পড়ে যাবেন।

১৪. ‘আমি ইতিমধ্যেতা জানি, আপনাকে বলতে হবে না’ কথাটায় কোনো মধুরতা নেই। এ কথায় আপনি কাউকে বাতিল করে দেন।

১৫. ‘চাকরিটা কিভাবে পেলাম তা এখনো জানি না আমি’- এ কথায় আপনার চাকরি পাওয়ার বিষয়টি বিতর্কিত হতে সময় লাগবে না। তা ছাড়া আপনি বোকা নন যে কিভাবে চাকরি পেলেন তাই জানেন না।

১৬. ‘আমি এই গুজবটি শুনেছি যে…’- প্রথমেই নিজেকে গসিপে আগ্রহী বলে তুলে ধরবেন না। যদি আগ্রহ থাকে তবে সামলে নিন।

১৭. ‘আমার জন্য একটা কাজ করতে পারেন?’- সহকর্মীদের কাছ থেকে যেকোনো কাজে সহায়তা চাইতেই পারেন। কিন্তু প্রথম দিন এসেই সবার সহযোগিতা কামনা করতে পারেন না। বলার আগে নিজেই চেষ্টা করতে থাকুন। সূত্র : বিজনেস ইনসাইডার

Show More

আরো সংবাদ...

Back to top button