আইন ও আদালত

খোলা ম্যানহোলের ঢাকনা প্রতিস্থাপনে হাইকোর্টের নির্দেশ

ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যেসব ম্যানহোল ঢাকনাবিহীন অবস্থায় রয়েছে তা ১৫ দিনের মধ্যে সঠিকভাবে প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্যুয়ারেজ লাইনে পড়ে (মারা যাওয়া) সাব্বির ও সানজিদার পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি বিষ্ণদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। উল্লেখ্য, গত জুলাই মাসে রাজধানীতে স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু সানজিদা ও সাব্বির মারা যায়। এই ঘটনায় হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. ইখলাস উদ্দিন ভূইয়া।

Show More

আরো সংবাদ...

Back to top button