
বাজার সৃষ্টিকারী আইনের খসড়া অনুমোদন
ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বাজার সৃষ্টিকারী) বিধিমালা, ২০১৬ এর খসড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির ৫৮১তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান এ তথ্য জানান।
বাজার সৃষ্টিকারী বিধিমালা-২০১৬ জনমত জরিপের জন্য শীঘ্রই দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েব সাইটে খসড়াটি প্রকাশ করা হবে।
কমিশন মঙ্গলবারের সভায়, ফাইন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ নামে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, বাজার সৃষ্টিকারী বা মার্কট মেকার হচ্ছে বাজারে ভারসাম্য রক্ষাকরি বিশেষায়িত প্রতিষ্ঠান। সাধারণত এ ধরনের প্রতিষ্ঠান এক বা একাধিক কোম্পানি শেয়ারের সর্বোচ্চ ও সবনিম্ন দর ঘোষণা করে থাকে। একই সঙ্গে সবনিম্ন দরে কেনার ঘোষণা দেয়।