
সাউথইস্ট ব্যাংকের ৫শ’ কোটি টাকার বন্ড অনুমোদন
ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার নন কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির ৫৮১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
জানাগেছে, টায়ার-২ মুলধনী শর্ত প্রতিপালনের ৫০০ কোটি টাকার নন কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। যার মেয়াদ হবে ৭ বছর। বন্ডটি শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট বডি, যে কোন ইলিজিবল ইনভেস্টর প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন।
বন্ডের প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে ১০ লাখ টাকা। এর বৈশিষ্ট হবে ননকনভার্টেবল, আনলিস্টেড, সম্পূর্ণ রিমিডিবল, ফ্লোটিং রেটেড এবং সাবঅর্ডিনেট বন্ড। বন্ডের লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।