
আইন লঙ্ঘনের দায়ে সিনহা সিকিউরিটিজকে জরিমানা
ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে গ্রাহকের হিসাবে জালিয়াতি ও নানা অনিয়মে দায়ে সিনহা সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৫৮১তম কমিশন সভায় কোম্পাটিকে এ জরিমানা করা হয়।
জানা যায়, পরিচালকদের মার্জিন ঋণ প্রদানের মাধ্যমে এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ তাং ২২/০৭/২০১০ লংঘন করেছে প্রতিষ্ঠানটি। সমন্বিত গ্রাহক হিসাবে তহবিলের ঘাটতি থাকা ১৯৮৭ সালের সিকিউরিটিজ আইনের ৮এর (১) ও (২) এবং সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি-১১ এবং তফসিলের আচরণবিধি ১ এবং ৬ এর লঙ্ঘন।
এছাড়াও গ্রাহকের সঙ্গে লেনদেনের বিপরীতে ৫ লাখ টাকার অধিক জমা প্রদানের সুবিধার মাধ্যমে ১৯৮৭ সালের সিকিউরিটিজ আইনের ৮এর (১) ও (সিসি) (আই) এর প্রোভাইসো লঙ্ঘন। আর এসব আইন লঙ্ঘনের কারণে সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।