
নির্বাচনে কারচুপির আশংকা ট্রাম্পের!
ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির আশংকা প্রকাশ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ট ট্রাম্প।
অহিও রাজ্যের কলাম্বাসে এক জনসভায় তিনি এ কথা বললেও তার বক্তব্যর পক্ষে কোনো তথ্য- প্রমাণ দেননি। খবর বিবিসির।
ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করেই ট্রাম্প ওই কথা বলেন। ইরাক যুদ্ধে নিহত মার্কিন এক মুসলিম সেনার বাবা-মাকে কটাক্ষ করে ট্রাম্পের দেয়া বক্তব্যের জেরে যুক্তরাষ্ট্র জুড়ে যখন নিন্দার ঝড় বইছে তখনই নির্বাচনে কারচুপির এ আশংকা প্রকাশ করেন তিনি।
পরে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প নির্বাচন নিয়ে তার আশংকার কথা জানান। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে আরেক সমাবেশে তিনি হিলারিকে ভর্ৎসনা ছাড়াও বাছাইপর্বে হিলারির প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সকেও আক্রমণ করেন।
হিলারির কাছে স্যান্ডার্স আত্মসমর্পণ করেছেন দাবি করে এই ধনকুবের বলেন, ‘তিনি (স্যান্ডার্স) একটা শয়তানের (হিলারি) সঙ্গে সমঝোতা করেছেন। হিলারি একটা শয়তান।’
প্রয়াত এক মার্কিন সেনার বাবা-মাকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় পার্টির নেতাদের তোপের মুখে আছেন ট্রাম্প। তবে অনেকের ধারণা, চতুর ট্রাম্প সমালোচকদের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই নির্বাচন কারচুপি হতে পারে বলে এ আশংকার কথা বলছেন।