
পশ্চিমবঙ্গ বদলে হচ্ছে ‘বাংলা’ অথবা ‘বঙ্গ’
ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
বদলে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম। নতুন নাম হতে চলেছে ‘বাংলা’ অথবা ‘বঙ্গ’। ইংরেজিতে নাম হবে বেঙ্গল।
মঙ্গলবার নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রিসভা। খবর এই সময়’র।
নাম পরিবর্তনের এই প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১১ সালে। ওই বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে কেন্দ্রের কাছে রাজ্যের নাম ‘বঙ্গ’ রাখার প্রস্তাব পাঠানো হয়। ২০১৪ সালে এ ব্যাপারে ভাবনা-চিন্তা করে নাম পরিবর্তনের পরিকল্পনাও শুরু করে কেন্দ্রীয় সরকার।
তবে, দুই বছরেও এ বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় ফের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য সরকার।
নাম পরিবর্তনের কারণ হিসাবে জানা গেছে, পশ্চিমবঙ্গ নামটি ওয়েস্ট বেঙ্গল হিসেবে স্বীকৃত হওয়ায় বিভিন্ন সম্মেলনে বা বৈঠকে একেবারে পেছনের সারিতে চলে যায় রাজ্য। নামের আদ্যক্ষর অনুযায়ি সবার শেষে বলার সুযোগ পান রাজ্যের প্রতিনিধিরা।
এছাড়া পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল হওয়াতেও ঘটে বিপত্তি। আর এসব সমস্যা দূর করতেই নাম পরিবর্তনের উদ্যোগ।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যের নাম হবে ‘বঙ্গ’ অথবা ‘বাংলা’। ইংরেজিতে বেঙ্গল।
রাজ্য মন্ত্রিসভা এই নয়া নামে সিলমোহর দিয়েছে। ২৬ আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশনে এই প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।