
পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২
ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
পাকিস্তানের দক্ষিণ জামশোরো জেলায় মঙ্গলবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
স্থানীয় সামা টিভির খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের জামশোরো জেলার পাতারো এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সে সময় বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল।
খবরে আরও বলা হয়, বাসটি উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে দক্ষিণাঞ্চলের বন্দর নগরী করাচি যাচ্ছিল।
নারী, শিশু ও বাস চালকসহ আহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে সাত জনের অবস্থা গুরুতর।
সড়কের বেহাল অবস্থা, সড়ক নিরাপত্তা আইন লংঘন ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে পাকিস্তানে নিয়মিতই সড়ক দুর্ঘটনা হয়।
পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, প্রতিবছর নয় হাজারের বেশি সড়ক দুর্ঘটনার খবর পুলিশ নথিভূক্ত করে এবং গড়ে বছরে কমপক্ষে ৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।