আন্তর্জাতিক

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

ওমানে সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতের দুই নাগরিক নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আরো ছয়জন আহত হয়েছে।

একটি পরিবারের সদস্যরা হায়মা এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। পরে দুর্ঘটনায় ওই পরিবারের বাবা এবং ছেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

স্থানীয় একটি পুলিশ সূত্র জানিয়েছে, একই পরিবারের আট সদস্য দোপার এলাকা থেকে গাড়িতে করে যাচ্ছিলেন। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে। আহত অবস্থায় ওই পরিবারের সদস্যদের নিজওয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বাবা এবং এক ছেলের মৃত্যু হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button