জাতীয়

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

ওমানের রাজধানী মাস্কটে সড়ক দুর্ঘটনায় আবদুল হালিম (৫৬) নামে বাংলাদেশি এক প্রবাসী নিহত হয়েছেন।  সোমবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুঘটনার শিকান হন তিনি।

নিহত ওই বাংলাদেশির নাম আব্দুল হালিম (৫৫)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লভপুর গামের বাসিন্দা ছিলেন।

নিহত হালিমের পরিবারের সদস্যরা জানান, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। মাসকটের একটি হাসপাতালে নিহত ওই বাংলাদেশির মৃতদেহ রাখা হয়েছে। নিহতের মৃতদেহ বৃহস্পতিবার বাংলাদেশে আনার কথা রয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button