
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সিআইসিআইআর প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ০২ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
জি ঝিয়ে’র নেতৃত্বে চায়না ইনস্টিটিউট অব কনটেম্পোরারি ইন্টারন্যাশনাল রিলেশনস (সিআইসিআইআর)’র পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের আমন্ত্রণে চীনা প্রতিনিধিদলটি তিনদিনের সফরে বাংলাদেশে আসে। তারা আগামীকাল ঢাকা ত্যাগ করবে। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে আরো সহযোগিতার জন্য দুই দেশের থিংক ট্যাংকগুলোর মধ্যে ধারণা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধিদলের নেতা জি ঝিয়ে জানান, বাংলাদেশ ও অন্যান্য এলাকায় আরো উন্নয়নের জন্য চীন সহযোগিতা বাড়াতে প্রস্তুত।