জাতীয়

সরকা‌রি-বেসরকা‌রি সংস্থার ভবন রং করার নি‌র্দেশ সাঈদ খোকনের

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীর বি‌ভিন্ন সরকা‌রি-‌বেসরকা‌রি সেবা সংস্থার প্রধান‌কে তাদের নিজস্ব ভবন রং করার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

বুধবার (০৩ আগস্ট) সকা‌লে নগর ভব‌নের সম্মেলন ক‌ক্ষে ২৬টি সেবা সংস্থার প্রধান‌দের নি‌য়ে সমন্বয় সভায় এই নি‌র্দেশ দেন তিনি।

‌মেয়র ব‌লেন, অ‌নেক সরকা‌রি বেসরকা‌রি সেবা সংস্থার ভব‌নের রং বহু পুর‌নো, যা অত্যন্ত দৃ‌ষ্টিকটু। এগু‌লোর রং করা দরকার। একই স‌ঙ্গে মেয়র সকল সেবা সংস্থায় মা‌সে অন্তত এক‌দিন প‌রিচ্ছন্নতা অ‌ভিযান চালানোর আহ্বান জানান। একই স‌ঙ্গে সেবা সংস্থার ভবনগু‌লো‌তে গাছ লাগা‌নোর নি‌র্দেশ দেন মেয়র।

যেসব সেবা সংস্থা এ কাজ কর‌বে তারা হো‌ল্ডিং ট্যা‌ক্সের ১০% ছাড় পা‌বেন বলে ঘোষণা দেন তিনি।

Show More

আরো সংবাদ...

Back to top button