জাতীয়

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য ৫০টি এ্যাম্বুলেন্স বিতরণ

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য ৫০টি এ্যাম্বুলেন্স বিতরণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে সামনে এক অনুষ্ঠানের মধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময়ে অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, রেলমন্ত্রী মুজিবুল হক, জনপ্রশাসন প্রতিমমন্ত্রী ইসমত আর সাদেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, হুইফ আতিকুর রহমান আতিক, আ খ ম জাহাঙ্গাীর হোসাইন এমপি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলেছে। বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করে এই ঐক্যের প্রতীকী অবস্থান তুলে ধরেছেন।  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, আপনার (খালেদা জিয়া) সঙ্গে ঐক্যের জন্য কেউ বসে নেই। সারাদেশে মানুষ আজ জঙ্গিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্ধুকযুদ্ধে জঙ্গি মারা যাওয়ার পর যারা দরদ দেখায় তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারেনা।  জঙ্গি দমনে সরকারের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্ব যা পারে নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে তা সফল হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতায় গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে কয়েক ঘন্টার মধ্যেই জঙ্গিদের দমন করা সম্ভব হয়েছে। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০১৯ সালে নির্বাচনে জিততে হলে স্বাস্থ্য, শিক্ষাসহ সব ধরনের সেবা নিশ্চিত করে মানুষের মন জয় করতে হবে। ডাক্তার-নার্সরা হাসপাতালে কাজ করছে কি-না আপনারা তা তরাদকি করবেন। কেউ দায়িত্বে অবহলো করলে আমাকে জানাবেন। অবহেলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, সীমিত সম্পদ দিয়ে শেখ হাসিনার নেতৃত্বের সরকার ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজে অনেক দূর এগিয়ে গেছে। উপজেলা পর্যায়ে এ্যাম্বুলেন্স পৌছে দেওয়ার ঘটনার এর প্রমাণ।

Show More

আরো সংবাদ...

Back to top button