শিক্ষা

জাবির ওয়েবসাইট আছে, ‘তথ্য’ নেই

ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):

বিজ্ঞানের উৎকর্ষতায় যখন পুরো বিশ্বে চলছে ইন্টারনেটভিত্তিক তথ্যসেবা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে গ্রাম পর্যায়ে তৈরি হয়েছে তথ্যসেবা কেন্দ্র। অথচ দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়টিতেও তথ্যসেবা চলছে নোটিশ বোর্ড পদ্ধতিতে। যার ফলে শিক্ষক-শিক্ষার্থীদের পড়তে হচ্ছে নানামুখি বিড়ম্বনায়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থাকলেও নেই ‘তেমন কোন তথ্য’।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটির হোম পেজে ঢুকে দেখা যায় ডান পাশে লেখা ‘উপাচার্যের বাণী’। কিন্তু সেখানে প্রবেশ করলে উপাচার্যের কোন বাণী দেয়া নেই। শুধু একটি ছবি ও যোগাযোগের ঠিকানা দেয়া আছে। তার নিচে লেখা অনুষদ ও বিভাগের তথ্য। কিন্তু সেখানে প্রবেশ করে দেখা গেল কোন বিভাগের কোন তথ্যই দেওয়া নেই। অথচ সেখানে লেখা আছে ডিনের বাণী, ভর্তি নিয়ে তথ্য, অনুষদের প্রজেক্ট, প্রকাশনা, গবেষণা নিয়ে তথ্য কিন্তু ভিতরে প্রবেশ করলেই কোন তথ্যই পাওয়া যায় না।

তারপর ‘ইভেন্টে’ ঢুকে দেখা যায় সর্বশেষ ২০১২ সালের ৮ জানুয়ারি তথ্য আপডেট করা হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়টিতে প্রতিবছর ফুটবল, ক্রিকেট, বাস্কেট বলসহ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। তার কোনো তথ্যই আপডেট করা হয় না ওয়েবসাইটটিতে। এছাড়াও হোমপেজের পাশেই লেখা ‘প্রশাসন’ সেখানে ঢুকে দেখা গেল এখন সিনেট সদস্যদের তালিকা আপডেট করা হয়নি।

Show More

আরো সংবাদ...

Back to top button