
বিশ্বের সবচেয়ে দামী ৬ স্মার্টফোন
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
স্যামসাং এবং অ্যাপলের টপ-ইন্ড প্রিমিয়াম স্মার্টফোনগুলো নিঃসন্দেহে সেরা। কিন্তু বিশ্বব্যাপী প্রচুর মানুষ তা ব্যবহার করে থাকে। আপনার যদি প্রচুর টাকা থাকে তবে একটি অনন্য স্মার্টফোন খরিদ করার কথাই ভাববেন আপনি যা কিনা সচারচার কেউ ব্যবহার করে থাকে না। বেশিরভাগ ধনীরাই অন্যদের থেকে নিজেকে ভিন্ন রাখার জন্য দামী অথচ আনকোরা স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকেন।
তবে কম প্রচলিত এসব দামী স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। কেননা অ্যাপল অন্যান্য ফোন নির্মাতাদের আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারের অনুমতি দেয় না। আর এসব ফোনে সাধারণ স্মার্টফোনের মতোই একই ধরণের বৈশিষ্ট্য বিদ্যমান। এমনকি কিছু স্মার্টফোনে বিশেষ কিছু ফিচারও আছে। স্মার্টফোনগুলো দেখতে অনেক সুন্দর ও চিত্তাকর্ষক। চামড়া এবং ডায়মন্ডের কারুকার্যে নির্মিত স্মার্টফোনগুলো যে কারোরই নজর কাড়বে। বিশ্বের সবচেয়ে অভিজাত ও দামী স্মার্টফোনগুলো প্রিয় টেকের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
৬. মোবিয়াদো গ্রান্ড টাচ এম মার্বেল: ৩,১০০ মার্কিন ডলার
মার্বেল ফোনের নাম শুনলেই মনে হয় এটা বোধহয় অনেক ভারী হবে। মোবাইদো বার্ল, কোকোবোলো, ইবোনী এবং গ্রানাইট মডেলেও স্মার্টফোনও বের করেছে। আর সবগুলো স্মার্টফোনই অনেক সুন্দর।
৫. ল্যাম্বোরঘিনি টোনিনো ল্যাম্বোরঘিনি ৮৮ টাউরি: ৫,২৫০ মার্কিন ডলার
ল্যাম্বোরঘিনি টোনিও টাউরি ৮৮ চামড়া এবং স্টীলে সজ্জিত। তবে এটিতে আপ-টু-ডেট ঢিচার কম আছে।
৪. গ্রেসো রিগাল গোল্ড: ৬,০০০ মার্কিন ডলার
গ্রেসো’র রিগাল গোল্ড মডেল ১৮ ক্যারাট সোনা দিয়ে তৈরি।
৩. সিরিন সোলারিন ক্রিস্টাল হোয়াইট কার্বন ডিএলসি: ১৫,৯০০ মার্কিন ডলার
সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনা রেখে ধনকুবেরদের জন্য আল্ট্রা-সিকিউরিটিযুক্ত সোলারিন স্মার্টফোন তৈরি করেছে ইসরায়েল ভিত্তিক সিরিন ল্যাব। কার্বন এবং কালো হীরা খচিত স্মার্টফোনটি সাদা চামড়ায় তৈরি।
২. ভার্টু স্কাই ব্লু কালফ লেদার সিগনেচার টাচ: ১৯,৮০০ মার্কিন ডলার।
ভার্টু স্মার্টফোনে বিশেষ কিছু ফিচার আছে। এরমধ্যে ২৪ ঘন্টা যাবৎ আপনার হয়ে কল অথবা টেক্সট পাঠানোর জন্য সহযোগী আছে। স্মার্টফোনটির সাথে জড়ানো স্কাই ব্লু অপশনটি পেতে আপনাকে অন্যান্য কালফ লেদার অপশনের থেকে ১০ হাজার মার্কিন ডলার বেশি খরচ করতে হবে।
১. ডায়মন্ড এবং ব্লাক এলিগেটর স্কিনের গোল্ডভিশ একলিপস: ৩৬,৬৫৫ মার্কিন ডলার।
গোল্ডভিশ একলিপসের কম দামী মডেলগুলোতেও এলিগেটর স্কিন আছে। সেগুলোর দামও প্রায় ৭ হাজার মার্কির ডলার। তবে ডায়মন্ড থাকার কারণে উপরিউক্ত স্মার্টফোনটির দাম পাঁচগুণ বেড়ে গেছে।
টেক ইনসাইডার অবলম্বনে