
স্মার্টফোনের চেহারাই বদলে যাবে, আসছে গ্যালাক্সি নোট ৭
ঢাকা, ০৩ আগস্ট, (ডেইলি টাইমস ২৪):
স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এর সঙ্গে একটা স্টাইলাস দিলে কেমন লাগবে? তেমনটাই লাগবে যদি গ্যালাক্সি নোট ৭ হাতে পান। গত বছরের চরম হিট নোট ৫-এর নোট ৭ নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহের কমতি নেই। মাঝখানে অবশ্য নোট ৬ বলে কিছু আসেনি। নতুন নোট-এ নানা বৈশিষ্ট্য জুড়ে দেওয়া হয়েছে যা নোট ৫-এ ছিল না। যেমন-
১. কার্ভড স্ক্রিন যা এস৭-এর মতো খুব বেশি ঢালু নয়।
২. ইউএসবি-সি চার্জার পোর্ট।
৩. আইরিস স্ক্যানার যা চোখের ইশারায় ফোন খুলে যাবে।
৪. গরিলা গ্লাস ৫। ৫. নিখুঁত এস পেন স্টাইলাস।
৬. পানি প্রতিরোধী স্মার্টফোন এবং স্টাইলাস।
৭. মাইক্রোএসডি কার্ড স্লট।
৮. আরো শক্তিশালী ব্যাটারি, ৩৫০০এমএএইচ।
ফ্ল্যাগশিপ এস৭ এবং নোট ৭-এর হার্ডওয়্যারকে যমজ বলা হচ্ছে। যারা সর্বোচ্চ মানের স্মার্টফোন বাজারে খোঁজেন তাদের জন্যই এটি বানানো হয়েছে। যারা এখনো নোট ৫ ব্যবহার করছেন এবং এর আপগ্রেডের আশায় বসে রয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে নোট ৭ অনেক কিছু দেবে। এর পানি প্রতিরোধী দেহ এবং বাড়তি স্টোরেজের ব্যবস্থা এর চাহিদা বহু গুন বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই স্মার্টফোনটির দাম বেশি হওয়াটাই স্বাভাবিক। এজ সিরিজের সবচেয়ে দামি ফোনগুলোর একটি হবে এটি। ব্ল্যাক, সিলভার টাইটানিয়াম, অনিক্স ছাড়াও এবার বাড়তি আকর্ষণ থাকছে কোরাল ব্লু রং। আমেরিকার বাজারের কয়েকটি ক্যারিয়ারে আজ থেকেই বিক্রি শুরু হবে। খুব শিগগিরই চারদিকে ছড়িয়ে দেওয়া হবে। এটি বিক্রির প্রমোশনে দেশভেদে স্যামসাং গিয়ার ভিআর হেডসেট অথবা ২৫৬ জিবি মেমোরি কার্ড থাকতে পারে। গ্যালাক্সি এজ ৭-এর হুবহু সফটওয়্যার দেওয়া হয়েছে এতে। এজ-এর মতোই বাঁকানো পর্দা। সঙ্গে বাড়তি উচ্চমানের স্টাইলাস থাকছে। নোট ৭-কে ৫.৭ ইঞ্চিতে রাখা হবে। এস ৭ এজ-এর ৫.৫ ইঞ্চি পর্দার চেয়ে একটু বড় দেখাবে। তবে হাতে নিলে মোটেও হালকা-পাতলা ও ছোট বলে মনে হবে না। ফোনের নিচের দিকের একটি ফুটো গলে বেরিয়ে আসবে স্টাইলাস। নোট ৫-এর চেয়েও ছোট আকারের একটি কলম এটি। বরং দ্বিগুণ স্পর্শকাতর। এটাও পানি পড়লে নষ্ট হবে না। ফিঙ্গারপ্রিন্ট বা চোখের ইশারায় নিমিষে খুলে যাবে ফোন। ইউএসবি-সি চার্জিং পোর্ট এর আরেক আকর্ষণ। সঙ্গে পাবেন মাইক্রো-ইউএসবি টু ইউএসবি-সি অ্যাডাপ্টার। ৬.০.১ মার্শমেলো অ্যান্ড্রয়েডে চলবে ফোনটি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর ব্যবহৃত হবে আমেরিকার বাজারের জন্য। থাকছে ৪ জিবি র্যাম। এর পেছনের ১২ মেগাপিক্সেল ক্যামেরাটি দারুণ শক্তিশালী ও উন্নত মানের। সামনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল। সুপার অ্যামোলেড পর্দায় মনোমুগ্ধকর ছবি ওঠে। এর ব্যাটারি ও ক্যামেরা উভয়ই এস৭ এবং এস৭ এজ-এর মতো দেওয়া হয়েছে। এর আইপি৬৮ রেটিং পানি এবং ধুলোতে ক্ষতি হওয়া থেকে রক্ষার প্রতিশ্রুতি দেয়। কাজেই সবদিক থেকে অনন্য এক স্মার্টফোন আসতে যাচ্ছে বাজারে। সূত্র : সি নেট